ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর বিস্তারিত আলোচনাঃ-
ইলেকট্রিক্যাল ওয়্যারিংঃ- ইলেকট্রিক্যাল ওয়্যারিং হচ্ছে কোন স্থান বা স্থানসমুহে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার নিমিত্তে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ভাবে তার ও অনান্য ডিভাইস গুলোর সুসজ্জিত বিন্যাসকে ইলেকট্রিকাল ওয়্যারিং বলে।
ইলেকট্রিক্যাল ওয়্যারিং পদানত তিন (৩) প্রকার।যথাঃ-
(০১) Internal wiring বা অভ্যায়ন্তরিং ওয়্যারিং
(০২) Overhead wiring বা অনাভ্যন্তরিং ওয়্যারিং
(০৩) Underground wiring বা মাটির নিচে ওয়্যারিং
![]() |
internal wiring,wiring,ওয়্যারিং |
(০১) Internal wiring - যে ওয়্যারিং ইনডোর বা কোন চাদওয়ালা বাড়ী বা ঘরে করা হয় তাকে Internal wiring বা অভ্যান্তরিং ওয়্যারিং বলে। সুতরাং যে ওয়্যারিং বাসাবাড়ীতে করা হয় তাকে অভ্যান্তরি ওয়্যারিং বলে। একে হাউজ-ওয়্যারিং ও বলা হয়।
![]() |
overhead wiring, |
(০২) Overhead wiring - যে ওয়্যারিং outdor বা বাইরে রাস্তাঘাটে পোলের উপর দিয়ে যে ওয়্যারিং বা তার টানা হয় তাকে Overhead wiring বা অনাভ্যন্তরিং ওয়্যারিং বলে।
(০৩) Underground wiring - যে ওয়্যারিং মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে তার টেনে যে ওয়্যারিং করা হয় তাকে Underground wiring বলা হয়।এটি মূলত যে সব আবাসিক এলাকায় উপর দিয়ে তার টেনে ওয়্যারিং করা সম্ভব হয় না সে সব এলাকায় মাটির নিচ দিয়ে ওয়্যারিং করা হয়।
ইলেকট্রিক্যাল ওয়্যারিং করার সময় বিভিন্ন বিষয়ের উপর নজর রাখতে হবে,আর আমরা যদি এসব বিষয়ের উপর লক্ষ্য না রাখি তাহলে ওয়্যারিং করার ক্ষেএে আমাদের অনেক খতির সম্ভাবনা থাকবে।ইলেকট্রিক্যাল ওয়্যারিং করার সময় ওয়্যারিং এর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে।
ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর বৈশিষ্ট্য গুলো হল। যথাঃ-
(০১) দীর্ঘস্হায়ী ও মজবুত হতে হবে।
(০২) ওয়্যারিং সম্পূর্ণ নিরাপদ হতে হবে।
(০৩) যন্ত্রপাতি ইত্যাদি উপযুক্ত মানের হতে হবে।
(০৪) বিভিন্ন ডিভাইস গুলো সঠিক স্হানে বসাতে হবে।
(০৫) আর্থিং এর ব্যবস্হা রাখতে হবে।
(০৬) ওয়্যারিং দেখতে সুদৃশ্য ও সুন্দর হতে হবে।
ওয়্যারিং এর প্রকারভেদ।যেমনঃ-
#Internal ওয়্যারিংঃ- এটি মূলত পাঁচ প্রকার।যথাঃ-
(০1) Cleat wiring
(02) Batten/Channel wiring
(03) Casing wiring
(04) Conduit wiring
(05) Trunking wiring
![]() |
cleat wiring,overhead wiring,underground wiring, |
(০১) Cleat wiring:- যে ওয়্যারিং ক্ষনস্থায়ী বা চীনা মাটির ক্লিট এর উপর দিয়ে তার টানা হয় তাকে Cleat wiring বলে। এ ওয়্যারিং তেমন একটা ব্যবহার হয় না।এটি তেমন মজবুত না এবং এর মাল সচারাচর পাওয়া যায় না।
(০২) Batten wiring:- যে ওয়্যারিং কাঠের চ্যানেল বা কাঠের ব্যাটেন এর উপর ক্লিপ লাগানো থাকে এবং এ ক্লিপ এর মধ্যে দিয়ে যে ওয়্যারিং করা হয় তাকে batten wirring বলে।এ ওয়্যারিং তেমন একটা দেখা যায় না।
![]() |
Casing wiring,overhead wiring,underground wiring, |
(০৩) Casing wiring:- যে ওয়্যারিং pvc casing এর ভিতর দিয়ে তার টেনে ওয়্যারিং করা হয় তাকে casing wiring বলে।pvc casing এর নিচের অংশটি দেওয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে তার ভিতর দিয়ে তার টেনে casing এর উপরের অংশটি লাগিয়ে দেওয়া হয়।এটি সচারাচর ব্যবহার করা হয়।এটি দেখতে সুন্দর এবং ওয়্যারিং করতে খরচ কম লাগে।
(০৪) Conduit wiring:- যে ওয়্যারিং দেওয়ালের উপর বা ভিতরে pvc pipe বা অন্যান্য pipe স্থাপন করে তার টানা হয় তাকে conduit wiring বলে।এটি মূলত বাসাবাড়ী এবং কলকারখানায় বেশী ব্যবহৃত হয়।
conduit wiring আবার দুই প্রকার।যথাঃ-
(০১) Surface conduit wiring:- যে ওয়্যারিং দেওয়ালের উপর pipe বসিয়ে ক্লাম দিয়ে আটকিয়ে পাইপের ভিতর দিয়ে তার টেনে যে ওয়্যারিং করা হয় তাকে surface conduit wiring বলে।
(০২) Concealed conduit wiring:- যে ওয়্যারিং দেয়ালের ভিতর খাজ কেটে পাইপ ঢুকিয়ে প্লাস্টার করে পাইপের ভিতর দিয়ে তার টানা হয় তাকে concealed conduit wiring বলে।
(০৫) Trunking wiring:- যে ওয়্যারিং কলকারখানায় ক্যাবল ট্রে স্থাপন করে তার উপর দিয়ে তার টানা হয় তাকে Trunking wiring বলে।এটি মূলত HT cable টানার জন্য ব্যবহার হয়।এটি শুধুমাত্র কলকারখানায় ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment