star delta কাকে বলে এবং star delta stater কি?
Star Connection(Y): যদি তিনটি কয়েল বা ওয়্যান্ডিং১২০• দূরে দূরে অবস্থান করে প্রতিটির প্রান্ত একটি সাধারণ বিন্দুতে যুক্ত হয়,তবে তাকে star বা Y connection বলে।নিম্মে star connection এর চিএ দেখ্নো হলো।
![]() |
star connection diagram |
Delta Connection: যখন ১২০• ব্যবধানে অবস্থিত তিনটি কয়েল এমনভাবে সংযোগ করা হয়,যেন প্রথমটির শেষ প্রান্ত,দ্বিতীয়টির প্রথম প্রান্ত,দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্তে এবং তৃতীয়টির শেষ প্রান্ত প্রথমটির প্রথম প্রান্তে সংযোগ করা হয়,তাহলে উক্ত সংযোগকে Delta connection বলে।এটাকে মেশ connection ও বলা হয়।নিচে Delta connection এর চিএ দেওয়া হলো।
![]() |
del |
একটি মোটর কে স্টার্ট করার জন্য বিভিন্ন স্টারটার পদ্ধতি অভলম্বন করা হয় তার মধ্যে একটি হল স্টার ডেল্টা স্টারটার পদ্ধতি।মোটর টিকে স্টার কন্টাক্ট এর মাধমে স্টার্ট করে এবং স্টার্ট হওয়ার পর সেটিকে ডেল্টা কন্টাক্ট এ শিফট করে দেওয়া হয়। এই পদ্ধতি কে স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতি বলা হয়।একটি মোটরকে প্রথমে star connection এ চালিয়ে কিছুখন পরে পূনরায় delta connection এ চালানোকে star delta stater বলে।
বিভিন্ন মিলকারখানায় star- delta stater প্রদ্বতি অবলম্বন করা হয়।
মোটরকে প্রথমেই ডেল্টায় না চালিয়ে স্টারে চালানো হয় কেনো?
একটি মোটরকে যখন ডেল্টায় চালানো হয় তখন মোটরটি স্টারের তুলনাই ৭গুন বেশী কারেন্ট নিয়ে চলে তখন মোটর বেশী কারেন্ট নেওয়ার কারনে মোটর গরম হয়ে যেতে পারে এবং মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে,তাই বড় বড় পকৌশলীরা গভেষণা করে দেখেন যে মোটরকে ডেল্টায় না চালিয়ে স্টারে চালালে প্রাথমিক অবস্থায় মোটরের কোন সমস্যা হয় না তাই মোটরকে প্রথমে ডেল্টায় না চালিয়ে প্রথমে স্টারে চালানো হয়।আর এটা হলো star delta stater পদ্বতি।
Star ও Delta সিস্টেমের সুবিধা সমূহ
star system এর সুবিধা
১) একই লাইন ভোল্টেজ তৈরি করতে ডেল্টা এর তুলনায় স্টারে কম পরিমান তার প্রয়োজন হয়।
২)সমপরিমান লাইন ভোল্টেজের জন্য স্টার সংযোগে অলবটারনেটরে কম insulation লাগে।
৩)এই সংযোগে Neutral point কে আর্থ করা যায়,ফলে fault এর সময় system কে রক্ষা করে।
৪)তিন ফেজ মোটরকে তিনটি লাইনের আড়াআড়িতে সংযোগ করা যায়।
Delta system এর সুবিধা
১)delta সংযোগে রোটারি কনভারটারের জন্যই সুবিধাজনক।
২)থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এর জন্য ভালো সংযোগ
৩)প্রেরন প্রান্তে ট্রান্সফেমারের সেকেন্ডারীতে ডেল্টা সংযোগ করা সুবিধাজনক।
No comments:
Post a Comment