Power Factor এর সংগা প্রকারভেদ ও আলোচনা
পাওয়ার ফ্যাক্টর(Power Factor): কারেন্ট ও ভোল্টেজ এর মধ্যবর্তী কোণের কোনাইন মানকে পাওয়ার ফ্যাক্টর (Power Factor) বলে।
অথবা,AC সার্কিটের Active এবং Reactive Power এর অনুপাতকে Power Factor বলে।
সুতারাং Power Factor = Active Power/Reactive Power
বা,VICOS@/VI
সুতারাং PF=cos@[@কে থিটা আকারে প্রকাশ করা হয়েছে]
Power Factor. কে pf বা cos@ আকারে প্রকাশ করা হয়।
Power Factor মূলত তিন (৩) প্রকার যথা:
(১) ল্যাগিং(Lagging) Power Factor
(২)লীডিং (Leading) Power Factor
(৩)ইউনিটি(Unity) Power Factor
***Lagging Power Factor:যখন কোন সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে Inductive Load এর পরিমান বেশী থাকে তখন ঐ সার্কিটের power factor কে lagging power factor বলে।অর্থাৎ যে সার্কিটের কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে তাকে lagging power factor. বলে।
![]() |
lagging power factor |
***Leading Power Factor: যখন কোন সার্কিটে Inductive load এর চেয়ে capacitive load এর মান বেশী থাকে তখন ঐ সার্কিটে power factor leading হয়।অর্থাৎ যে সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে অগ্রগামী হয় তখন তাকে leading power factor. বলে।
![]() |
leading power factor |
***Unity Power Factor: যখন কোন সার্কিট রেজিস্টিভ সার্কিটের ন্যায় আচরণ করে তখন তাকে Unity power factor বলে।অর্থাৎ যে সকল সার্কিটে ভেক্টর ডায়াগ্রামে কারেন্ট এবং ভোল্টেজ একই পথে চলে তখন তাকে unity power factor বলে।
Active Power এবং Reactive Power বলতে কি বুঝাই
1.Active Power: কোন সার্কিটে প্রকৃত যে Power ব্যয় হয় তাকে Active Power বলে।
ইহার একক ওয়াট বা কিলোওয়াট
Pa=VICOS@
2.Reactive Power:কোন সার্কিটের Voltage এবং Current এল উলম্ব উপাদান I Sin@ এর গুণফলকে Reactive power বলে
ইহার একক VAR বা KVAR
Pr=VI Sin@
No comments:
Post a Comment