সাইকেল,অ্যামপ্লিচুড,ফ্রিকুয়েন্সী, ফেজ,অল্টারনেশন,ফেজ অ্যাংঙ্গেল এবং পিরিয়ড় এর বিস্তারিত আলোচনা।
(১)সাইকেল:কোন পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ (A.C) কোন এক দিকে প্রবাহিত হয়ে শূন্য হতে সর্বোচ্চ অবস্থানে এবং সর্বোচ্চ অবস্থান হতে আবার শূন্য অবস্থানে ফিরে আসে তখন তড়িৎ প্রবাহের যে তরঙ্গ সৃষ্টি হয় উক্ত তরঙ্গটিকে সাইকেল বলে।
সাইকেল,অ্যামপ্লিচুড,ফ্রিকুয়েন্সী, ফেজ,অল্টারনেশন,ফেজ অ্যাংঙ্গেল এবং পিরিয়ড় এর বিস্তারিত আলোচনা। |
(২)অ্যামপ্লিচুড:কোন পরিবর্তনশীল রাশির ধনাত্মক বা ঋণাত্মক অর্ধ সাইকেলের সসর্বোচ্চ মানকে অ্যামপ্লিচুড বলে।
অ্যামপ্লিচুড |
(৩)ফ্রিকুয়েন্সী:কোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যত গুলি সাইকেল সম্পন্ন করে তাহাকে ফ্রিকুয়েন্সী বলে।এর প্রতিক f
ইহার একক সাইকেল/সেকেন্ড বা Hz
সুতারাং f=1/T
ফ্রিকুয়েন্সী |
(৪)ফেজ: পরিবর্তনশীল রাশির কোন নিদিষ্ট সময়ে উহার কৌনিক অবস্থানকে ফেজ বলে।
(৫)ফেফ অ্যাংঙ্গেল:দুটি ভেক্টর রাশির অভিমুখের মধ্যবর্তী কোনকে ফেজ অ্যাংঙ্গেল বলে।কোন বৈদ্যুতিক সার্কিটের voltage এবং current এর মধ্যবর্তী কোনকে বুঝায়।এই কোনকে ডিগ্রি বা রেড়িয়াম বলে।যদি voltage অপেক্ষা current পশ্চাৎগামী হয় তাহলে ফেজ অ্যাংঙ্গেল Lagging হয় এবং যদি voltage অপেক্ষা current অগ্রগামী হয় তাহলে তাকে leading ফেজ অ্যাংঙ্গেল বলে।
ফেজ অ্যাংঙ্গেল |
(৬)অল্টারনেশন:পরিবর্তনশীল রাশির অর্ধ সাইকেল বা তরঙ্গের অর্ধাংশকে অল্টারনেশন বলে।
অল্টারনেশন |
(৭)পিরিয়ড়:একটি পূর্ণ সাইকেল সম্পন্ন হতে যতটুকু সময় লাগে তাকে পিরিয়ড় বলে।একে T দারা প্রকাশ করা হয়।
সুতারাং T=1/f
পিরিয়ড় |
No comments:
Post a Comment