বেসিক ইলেকট্রনিক্স-১ পাঠ নিয়ে আলোচনা।
কারেন্ট:-কোন পরিবাহির ভিতর ক্ষুদ্র-ক্ষুদ্র ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট্য দিকে পরিবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে।
সহজ ভাষায়,ইলেকট্রন চলাচলের হারকে কারেন্ট বলে।
AC কারেন্ট- (~)
কারেন্টের প্রতিক I
কারেন্টের একক (A) বা অ্যামপিয়ার।
কারেন্ট প্রদানত দুই প্রকার
যথাঃ-AC বা Alternating Current
DC বা Direct Current
AC কারেন্টঃ-যে কারেন্ট সময়ের সাথে মান ও দিক পরিবর্তন করে চলে তাকে AC কারেন্ট বলে।
DC কারেন্টঃ-যে কারেন্ট সময়ের সাথে মান ও দিক পরিবর্তন করে চলাচল করে না তাকে DC কারেন্ট বলে।
ভোল্টেজঃ-পরিবাহিতে ইলেকট্রন যে pressure বা চাপে প্রবাহিত হয় তাকে ভোল্টেজ বলে।
সুতরাং-কারেন্টের চাপের একক-কে ভোল্টেজ বলে।
ভোল্টেজের প্রতিক V
ভোল্টেজের একক Volt
রেজিস্ট্যান্সঃ-কোন পরিবাহিতে কারেন্ট পরিবাহিত হওয়ার সময় যে ধর্মের কারনে কারেন্ট চলতে বাঁধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে।
রোধের একক রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্সকে R দারা প্রকাশ করা হয়।
No comments:
Post a Comment