কমন, রানিং, স্টাটিং কয়েল বের করা সঠিক নিয়ম
A+B=7ohm
A+C=3ohm
B+C=4ohm
1.যে দুটো কয়েলে রেজিস্ট্যান্স বেশি সে দুটি কোয়েল হবে স্টার্টিং এবং রানিং কয়েল এবং বাকি যে কোয়েলটি থাকবে সেটি হবে কমন কয়েল.
2.স্টার্টিং কয়েলে রেজিস্টেন্স সব সময় বেশি হবে
3.রানিং কয়েলে রেজিস্ট্যান্স সব সময় কম হবে
4.কমনের সাথে যে কোয়েলের রেজিস্ট্যান্স কম হবে সেটি হবে রানিং কয়েল.
5.কমনের সাথে যে কোয়েলের রেজিস্ট্যান্স বেশি হবে সে কয়টি হবে স্টার্টিং কয়েল.
6.রানিং কয়েল মোটা তার ব্যবহার করা হয় তাই রেজিস্ট্যান্স কম থাকে।
7.স্টার্টিং কয়েলে চিকন তার ব্যবহার করা হয় তাই রেজিস্ট্যান্স বেশি থাকে।
No comments:
Post a Comment