New
ওহমের সূত্রের পর্যালোচনাঃ- 1826 খ্রিস্টাব্দে জার্মান জর্জ সাইমন কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটি সম্পর্ক নির্নয় করে।এ সম্পর্ককে ওহমের সূত্র বা Ohm's Law বলে।
সূত্রঃ-কোন পরিবাহির মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহির দুপ্রান্তের ভোল্টেজের সমানুপাতিক।
অথবা
কোন পরিবাহির ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহির দুপ্রান্তের বিভব প্রার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যাস্তানুপাতিক বা উল্টানুপাতিক।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP3i33fAH1Dp0ykscijy-LYmB6LnNKeMV1yaOFyOE-wIKwVN08_ktH4rLQZVtg0XqWIv2RqWFLCIsVTu88bY0fZhpt0nrorN2vGBslf-mdbnsj1oIOIryLLvMH5WV21sHQRKicHmxBb-ht/s320/IMG20190512180501.jpg) |
ohm's law,ওহমের সূত্র, |
ওহমের সূত্রের ব্যাখ্যাঃ- উপরের চিত্র হতে আমরা পাই, কন্ডাক্টর এর দুটি প্রান্ত রয়েছে একটি প্রান্ত হচ্ছে Va অন্যপ্রান্ত হচ্ছে Vb.কন্ডাক্টর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I.R হচ্ছে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স।সূত্রমতে, কন্ডাক্টরের বিভব - পার্থক্য হচ্ছে Va-Vb.
বিভব পার্থক্য বলতে বুঝায়,আমরা যদি কন্ডাক্টরের এক প্রান্তে ১০ ভোল্ট দিয়ে থাকি এবং অন্য প্রান্ত যদি 8 ভোল্ট দিয়ে থাকি তাহলে বিভব প্রার্থক্য হবে ১০-৪=৬।
আমরা জানি ভোল্টেজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়।ধরি Va-Vb=V.
ওহমের সূত্রানুসারে পাই,
কোন পরিবাহির দুই-প্রান্তের
বিভব প্রার্থক্য =V
পরিবাহীতে প্রবাহীত কারেন্ট=I হলে,
V @ I
বা V = IR
এখানে,R = (সমানুপাতিক ধ্রুবক),পরিবাহীর রেজিস্ট্যান্স।
ওহমের সূত্র একটু বিবেচনা এবং পর্যালোচনা করলে ওহমের সূত্র V=IR থেকে আমরা তিনটি সূত্র পেতে পারি।
সূত্র গুলো হল,
১ম সূত্রঃ- কারেন্টের মান নির্ণয়ের সূত্র
V = IR
বা,IR = V
সুতরাং I = V/R
২য় সূত্রঃ-ভোল্টেজের মান নির্ণয়ের সূত্র
V = IR
৩য় সূত্রঃ-রেজিস্ট্যান্সের মান নির্ণয়ের সূত্র
V = IR
বা,IR = V
সুতরাং R = V/I
ওহমের সূত্র মনে রাখার সহজ পদ্ধতিঃ-
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_VS9dmufRclWlMkwg1Iz-RWCd09vqnrU4XB8w7aZI2FDaBXi4JPVj85ReJVBfvcJyX2LSlhFmYcxLFSxMotJFoK41U9Oy5in3V6ocYla2LAjRV1JYp8BfZOi9oHHW4l5Sf7OhcrPCaPG3/s320/IMG_20190512_194243_784.jpg) |
ওহমের সূত্র,Ohms law, |
চিত্র হতে আমরা যদি সহজেই V এর মান বের করতে চাই তাহলে থাকবে I এবং R.তার মানে এখন আমাদের সূত্র হবে V = IR
I এর মান বের করতে হলে থাকবে V এবং R
সুতরাং I= V/R
এবং R এর মান বের করতে হলে থাকবে V এবং I
সুতরাং R = V/I
No comments:
Post a Comment