বিভিন্ন ধরনের সার্কিটের বর্ণনাঃ-
সার্কিটঃ- যে পথ দিয়ে কারেন্ট চলাচল করে বা কারেন্ট চলাচলের পথকে সার্কিট বলে।
একটি আদর্শ সার্কিটের পাঁচটি (৫) বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
বৈশিষ্ট্য গুলো হল।যথাঃ-
(০১) Electric source বা বৈদ্যুতিক সোর্স
(০২) Contuctor বা পরিবাহী
(০৩) Load
(০৪) Controlling Device বা নিয়ন্ত্রণ যন্ত্র
(০৫)Protective Device বা রক্ষনযন্ত্র
আদর্শ সার্কিটঃ- যে সার্কিটে বৈদ্যুতিক সোর্স,পরিবাহী,লোড়,নিয়ন্ত্রণ যন্ত্র এবং রক্ষনযন্ত্র এই পাঁচটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে আদর্শ সার্কিট বলে।
সার্কিটের প্রকারভেদঃ-
সার্কিট পদানত তিন প্রকার।যথাঃ-
(০১) সিরিজ সার্কিট
(০২) প্যারালাল সার্কিট এবং
(০৩) মিশ্র সার্কিট
সিরিজ সার্কিট,series circuit |
(০১) সিরিজ সার্কিটঃ- দুই বা ততোধিক লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসের সাথে আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয়,যাতে কারেন্ট প্রবাহের একটি মাএ পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে।
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যঃ-
নিম্নোক্ত সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলোঃ-
(০১) সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন লোডের মধ্য দিয়ে একই পরিমান কারেন্ট প্রবাহিত হয়।
I = i1 = i2 = i3=------------------
(০২) সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন লোডের ভোল্টেজ ড্রপের যোগফল উক্ত সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান।
V = v1 + v2 + v3 +--------------
(০৩) সিরিজ সার্কিটের সংযুক্ত লোড সমূহের রেজিস্ট্যান্সের যোগাযোগফল মোট রেজিস্ট্যান্সের সমান।
R = r1 + r2 + r3 +----------------
(02) প্যারালাল সার্কিটঃ-যখন একাধিক লোডের প্রতিটির এক প্রান্ত একটি সাধারন বিন্দুতে এবং অন্য প্রান্ত গুলো অন্য একটি সাধারন বিন্দুতে সংযোগ করা হয়,যাতে একের অধিক কারেন্ট প্রবাহের পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে।
প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহঃ-
(০১) প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজ,সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান।
V = v1 = v2 = v3 =---------------------
(০২) প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল, উক্ত সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান।
I = i1 + i2 + i3 +---------------------
(০৩) প্যারালালা সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের রেজিস্ট্যান্সের মান উল্টিয়ে যোগ করলে যোগফল মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান।
1/Rt = 1/R1 + 1/R2 + 1/R3 +---------
No comments:
Post a Comment