Transformer এর সংগা ও অংশ বিশেষ নিয়ে আলোচনা।
transformer |
➤ট্রান্সফরমার (Transformer):যে ডিভাইসের মাধ্যমে উহার পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে এক বর্তনী থেকে অন্য বর্তনীতে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে বৈদ্যুতিক শক্তিকে স্থানান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে।
ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক ডিভাইস।ট্রান্সফরমারের যে বর্তনী বা কয়েল সাপ্লাই সহিত সংযোগ থাকে তাকে প্রাইমারী এবং যে বর্তনী বা কয়েল হতে লোডে সরবরাহ নেওয়া হয় তাকে সেকেন্ডারী বলে।এসব কয়েল সুপার এনামেল তামার তার বা অনেক সময় এ্যালুমিনিয়ামের ও হয়ে থাকে।
➤ট্রান্সফরমারের শ্রেণীবিভাগ
কোর ও কয়েলের আকার আকৃতির উপর বৃত্তী করে ট্রান্সফরমার বিভিন্ন রকম হয়ে থাকে।যথা:
১) কোরের গঠন অনুসারে:
# কোর টাইপ ট্রান্সফরমার
# শেল টাইপ ট্রান্সফরমার
#স্পাইরাল কোর টাইপ
২)ব্যবহার অনুসারে: ★পাওয়ার ট্রান্সফরমার
★ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
★ অটো ট্রান্সফরমার
★ ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার
ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকার।যথা:
★ কারেন্ট ট্রান্সফরমার
★পটেনশিয়াল ট্রান্সফরমার
৩)
ফ্রিকুয়েন্সী অনুযায়ী :♦অডিও ফ্রিকুয়েন্সী
♦রেডিও ফ্রিকুয়েন্সী
৪)স্থাপন অনুসারে:♥ইনডোর ট্রান্সফরমার
♥আউটডোর ট্রান্সফরমার
♥পোল মাউন্টেড ট্রান্সফরমার
♥আন্ডার গ্রাউন্ড ট্রান্সফরমার
৫)প্রাইমারী ও সেকেন্ডারী ভোল্টেজের সম্পর্ক অনুযায়ী:
♣স্টেপ আপ ট্রান্সফরমার
♣স্টেপ ডাউন ট্রান্সফরমার
♣সেম রেশিও ট্রান্সফরমার
৬)ফেজ সংখ্যার উপর ভিত্তি করে:
♠Single ফেজ ট্রান্সফরমার
♠পলি ফেজ ট্রান্সফরমার
♦ট্রান্সফরমারের মূল অংশ গুলি কি কি?
একটি ট্রান্সফরমারের প্রধান মূল অংশ গুলি হল।যথা:
➤ওয়্যান্ডি
➤কনজারভেটর
➤কোর
➤ব্রীদার
➤ইনসুলেটর
➤ইনসুলেশন অয়েল
➤বখলজ রিলে
➤ট্যাং এবং
➤বুশিং
No comments:
Post a Comment